Advertisement

ফের হাসপাতালে ফরিদা পারভীন

মানবজমিন

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে বিশিষ্ট লোকসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জানান, ওইদিন শিল্পীর ডায়ালাইসিস করানোর কথা ছিল। সে অনুযায়ী হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। ইমাম বলেন, ডায়ালাইসিস করার পর আরও কিছু সমস্যা ধরা পড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় তার। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। প্রসঙ্গত, গত জুলাইয়ে একবার শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ফরিদা পারভীন।

আরও পড়ুন

Lading . . .