প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

জানা যাচ্ছে, জুহুতে অভিনেতার যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট রয়েছে, সেটাই প্রেমিকাকে ভাড়া দিয়েছেন তিনি। যার জন্য কিনা সাবার থেকে প্রতি মাসে ভাড়াও নেবেন।
হৃতিকের বহুতলের নাম ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে বিনামূল্যে থাকবেন না! রীতিমতো বাড়িভাড়া দেবেন তিনি।
শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে ভাড়া গুনবেন তিনি। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ টাকা। তবে প্রেমিকাকে জলের দরেই এমন সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃতিক।
সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি।
ছোটবেলায় জননাট্যমঞ্চে অভিনয় করেছেন সাবা। তবু তারকা অভিনেতার প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে তাকে। হৃতিকের প্রেমিকা হওয়ার জন্য ছোটখাটো কিছু কাজ খুইয়েছেন সাবা। নিরন্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। যদিও সাবা বলেন, ‘‘এই ক’বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।’’- হিন্দুস্থান টাইমস