Advertisement

বাবা হারালেন সালমানের দেহরক্ষী শেরা

চ্যানেল আই

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা তার পিতা সুন্দর সিং জলিকে হারালেন বৃহস্পতিবার। ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে তিনি প্রয়াত হন।

সুন্দর সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে। শেরা জানিয়েছেন, বিকেল ৪টায় তার বাসভবন থেকে শবযাত্রা শুরু হবে।

এক বিবৃতিতে শেরা বলেন,“আমার পিতা শ্রদ্ধেয় সুন্দর সিং জলি আজ স্বর্গলোকে পাড়ি দিয়েছেন। তার শেষ যাত্রা বিকেল ৪টায় আমার বাসভবন থেকে শুরু হবে।”

বলিউডের সুপরিচিত মুখ শেরা দীর্ঘদিন ধরে সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তিনি ‘টাইগার সিকিউরিটি’ নামে একটি সেলিব্রিটি নিরাপত্তা সংস্থা পরিচালনা করেন। সালমান ছাড়াও তিনি কারিনা কাপুর খান, হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফসহ বলিউডের অনেক তারকার নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

এমনকি মাইক টাইসন এবং জাস্টিন বিবার-এর মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

তাঁর পিতার মৃত্যুতে বলিউড অঙ্গনে ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। – এনডিটিভি

Lading . . .