Advertisement

কটাক্ষের শিকার কঙ্গনা

মানবজমিন

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

সমাজমাধ্যমে নিজের এলাকা মান্ডির বিধ্বস্ত অবস্থার কথা তুলে ধরলেন কঙ্গনা রানাউত। এই এলাকারই সংসদ সদস্য তিনি। কঙ্গনার আশঙ্কা, মান্ডির ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে বহু মানুষ। এই পোস্টের পরেই ডেপুটি কমিশনার মানুষের কাছে ভুল খবর না ছড়ানোর আবেদন করেছেন। দু’জনের ভিন্ন বক্তব্যে নেটাগরিকেরা কঙ্গনাকে কটাক্ষ করে বলছেন, তার রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে ফেরা উচিত।

আরও পড়ুন

Lading . . .