Advertisement

কটাক্ষের জবাব

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

স্বামী ফাহাদের চেহারা নিয়ে কটাক্ষ করাতে তার জবাব দিলেন স্ত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারা দু’জনে। সেখানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তার স্বামীকে ‘ছাপড়ি’ বলে মন্তব্য করেছেন। তার জবাবে স্বরা বলেছেন, এই লোকটা নিজেকে গর্বিত হিন্দু বলে দাবি করেন। ‘ছাপড়ি’ কথাটা যে জাত তুলে কটাক্ষ করার মতো- এটা তিনি জানেনই না।

আরও পড়ুন

Lading . . .