Advertisement

সমালোচনার মুখে

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

মন্দিরে পূজা দিতে গিয়ে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন টাইগার শ্রফ। জানা গেছে, টাইগারের পোশাক এমন ছিল যে সেখানেও নাকি নিজের বক্ষবিভাজিকা দেখিয়েছেন অভিনেতা। সেদিন তার পরনে ছিলে বুক খোলা কুর্তা ও সঙ্গে পাতিয়ালা প্যান্ট। এই ছবি প্রকাশ্যে আসতেই কেউ লেখেন, এসব তারকা সন্তানদের মন্দিরে পুজো দিতে গিয়েও এসব পরতে হয়! আবার কেউ লেখেন, এখানেও বুক খোলা জামা পরতে হবে।

আরও পড়ুন

Lading . . .