প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিজটিতে নেহাল চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তৌসিফ মাহবুব। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিল না নেহাল! অনেকেই তখন নেটমাধ্যমে মন্তব্য করেছেন, নেহালকে তারা মিস করছেন। অথবা জানতে চেয়েছেন, কবে ফিরবেন নেহাল। সেই দর্শকদের জন্যই এবার নতুন চমক নিয়ে হাজির হলেন অমি। প্রচার চলতি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল চরিত্রের তৌসিফ মাহবুবকে। গত মঙ্গলবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। যেখানে তৌসিফ মাহবুবসহ উপস্থিত ছিলেন- ব্যাচেলর পয়েন্ট টিম ও বঙ্গের চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান মঞ্জু। এখানে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তৌসিফ ও অমি। তৌসিফ তার বক্তব্যে বলেন, সারা বছর শেষে ঈদে বাড়ি ফেরার যে একটা আকুতি থাকে মানুষের, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরে আমার মনে হচ্ছে ঈদে বাড়ি ফিরলাম। চোখভেজা কণ্ঠে অমিসহ ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম ও বঙ্গকে ধন্যবাদ জানান তিনি। অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র কোনো চরিত্রই হারিয়ে যায়নি। যেকোনো সময় যে কেউ আসতে পারে। এবার নেহালকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সে তার ব্যাচেলর পরিবারে ফিরেছে। অনেকেই চাইতেন নেহাল ঘরে ফিরুক। এবার সেটাই হলো। বর্তমানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বুম ফিল্মের ইউটিউব এবং পরে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। এ ছাড়া, প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বঙ্গের ওটিটি প্ল্যাটফরমে একসঙ্গে আট পর্ব করে দেখা যাচ্ছে।
আরও পড়ুন