প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

মেলবোর্ন চলচ্চিত্র উৎসব শুরু হয় ৭ আগস্ট, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এ উৎসবে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে ‘আলী’ দেখতে পারবেন দর্শক। আর মেলবোর্নে ‘আলী’র প্রথম শোয়ের দিনই আরেকটি মাইলফলকের খবর শেয়ার করলেন আদনান।
নির্মাতা এদিন ফেসবুক পোস্টে জানান,“কান চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাওয়ার স্বপ্নময় সম্মান, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (MIFF) আবেগঘন অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের পর এবার আসছে শক্তিশালী উত্তর আমেরিকান প্রিমিয়ার— ‘আলী’ এবার আরও এক অসাধারণ পথে পা রাখল, নির্বাচিত হয়েছে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘শর্ট কাটস’ প্রতিযোগিতা বিভাগে।
এরপর আদনান বলেন, ‘উৎসবের ৫০তম আসরে জায়গা পাওয়াটা আমাদের জন্য ভীষণ আনন্দের। ছবিটিকে সাদরে গ্রহণ করার জন্য উৎসবের সিলেকশন কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আগামী ৪ সেপ্টেম্বর, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গেছে, উৎসবে অংশ নিতে আগামী ৫ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে যাত্রা করবে ‘আলী’ টিম।
‘আলী’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।
আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।