Advertisement

এ বছর বলিউড হারিয়েছে যাদের

চ্যানেল আই

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। চলতি বছর বলিউড হারিয়েছে তাবড় তাবড় কিংবদন্তী বেশ কয়েকজন তারকাকে। যার মাঝে কিছু মৃত্যু ছিল একেবারেই চমকে যাওয়ার মতো! তাদের অকাল প্রয়াণ গভীরভাবে দাগ কেটে গিয়েছে ভারতীয় শোবিজ অঙ্গনে। একনজরে জেনে নিন এবছর কোন কোন তারকা হারিয়েছে বলিউড সেই সম্পর্কে-

ধর্মেন্দ্র
গেল ২৪ নভেম্বর পুরো ভারতবর্ষকে কাঁদিয়ে চির বিদায় জানান বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। শোলে, সীতা অর গীতা, ফুল অর পাত্থর এর মতো চলচ্চিত্রের জন্য খ্যাতিমান ছিল বর্ষীয়ান এই অভিনেতা। গেল ১০ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও অভিনেতাকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে তার অবস্থার অবনতি অব্যাহত ছিল বলে জানা গেছে। তাইতো শেষ রক্ষা আর হলো না। বেঁচে থাকলে আজ সোমবার (৮ ডিসেম্বর) ৯০তম জন্মদিন উদযাপন করতেন ধর্মেন্দ্র।

সুলক্ষণা পণ্ডিত
একজন প্রশংসিত অভিনেত্রী এবং প্লেব্যাক গায়িকা ছিলেন সুলক্ষণা পণ্ডিত। ‘উলঝান’, ‘আপনাপান’, ‘খানদান’ এবং ‘ধরম কান্তার’ এর মতো সিনেমাতে অভিনয়ের জন্য পরিচিত। ১৯৭০ এবং ৮০ এর দশকে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে তিনি রাজেশ খান্না, বিনোদ খান্না এবং শশী কাপুরের মতো কিংবদন্তিদের সাথে অভিনয় করেছিলেন। গেল ৬ নভেম্বর ৭১ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুতে ভারত জুড়ে তার ভক্তরা শোকাহত ছিল।

সতীশ শাহ
‘সারাভাই ভার্সেস সারাভাই’-তে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে অবিস্মরণীয় অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রবীণ অভিনেতা সতীশ শাহ। ভারতে ঘরে ঘরে পরিচিত হওয়ার পর, এই তারকা ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘ম্যায় হু না’-তে তার হাস্যরসাত্মক ভূমিকার মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছিলেন। ২৫ অক্টোবর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গোবর্ধন আসরানি
প্রখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি, যিনি আসরানি নামে পরিচিত। গেল ২০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান। তার অনবদ্য কৌতুকপূর্ণ সময় এবং অভিব্যক্তিপূর্ণ অভিনয়ের জন্য তিনি বহু প্রজন্মের কাছে লালিত ছিলেন। ‘শোলে’, ‘খাট্টা মিঠা’, ‘ভাগম ভাগ’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘ভুল ভুলাইয়া’ সহ আরও অনেক কিছু আসরানির উত্তরাধিকারের তালিকা অন্তহীন। তার কারিশমা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত।

শেফালি জারিওয়ালা
শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে সমগ্র জাতি হতবাক হয়ে যায়। মাত্র ৪২ বছর বয়সী এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মূল ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে জনপ্রিয় ছিলেন এবং ‘মুঝসে শাদি কারোগি’র মতো ছবিতেও কাজ করেছিলেন। ২০০০-এর দশকের পপ সংস্কৃতির আইকন বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন।

জুবিন গার্গ
জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুতে এখনও কাতর তার ভক্তরা। বহুভাষী এই গায়ক ও সুরকার গেল ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে মারা যান। তার আকস্মিক মৃত্যুতে তার ভক্ত এবং ভারতজুড়ে সঙ্গীত জগতের মানুষ হতবাক হয়ে যান। অসমিয়া, বাংলা এবং হিন্দি সঙ্গীতে তার কাজের জন্য জুবিনকে সকলের কাছে প্রিয় ছিল তিনি।

পীযূষ পাণ্ডে
বিজ্ঞাপনের কিংবদন্তি পীযূষ পাণ্ডে গত ২৪ অক্টোবর ৭০ বছর বয়সে মারা যান। ভারতের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন প্রচারণার পেছনে তিনি ছিলেন সৃজনশীল মন। জানা গেছে, দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান এবং কেবল একটি শোকাহত পরিবারই নয়, তাঁর দূরদর্শী গল্প বলার মাধ্যমে গড়ে ওঠা একটি সম্পূর্ণ শিল্পকে রেখে গেছেন।

মনোজ কুমার
ভারতীয় চলচ্চিত্রের আরেকজন আইকনিক অভিনেতা মনোজ কুমার এই বছর পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি ভারত কুমার নামেই বেশি পরিচিত ছিলেন। গেল ৪ এপ্রিল ৮৭ বছর বয়সে তিনি মারা যান। মনোজ ১৯৫৭ সালে তার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে পূর্ব অর পশ্চিম’, ‘রোটি কাপড়া অর মাকান’ এবং ‘ক্রান্তি’র মতো ক্লাসিক সিনেমায় অভিনয় করেন।

জেরিন খান
গত ৭ নভেম্বর ৮১ বছর বয়সে মারা যান জেরিন খান। তার উষ্ণ স্বভাবের জন্য তিনি ভক্তদের পাশাপাশি পরিবার এবং বন্ধুদের কাছেও প্রিয় ছিলেন। যদিও জেরিন বলিউডে অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন, তবুও এটি ভক্তদের কাছে স্মরণীয় হয়ে ছিল। অভিনয় ছেড়ে দেওয়ার পর, তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করেছিলেন এবং বেশ কয়েকজন সেলিব্রিটির জন্য বিলাসবহুল স্থান তৈরি করেছিলেন।

Lading . . .