Advertisement
  • হোম
  • বিনোদন
  • স্টার সিনেপ্লেক্সের দৃষ্টিতে বছর সেরা ৫ সিনেমা

স্টার সিনেপ্লেক্সের দৃষ্টিতে বছর সেরা ৫ সিনেমা

চ্যানেল আই

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রুচিশীল দর্শকদের পছন্দের শীর্ষে থাকা স্টার সিনেপ্লেক্স শুধু হলিউড সিনেমার জন্যই নয়, বরং বাংলা সিনেমার জন্যও আধুনিক মঞ্চ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। করোনা পরবর্তী সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা বিশেষভাবে বেড়েছে। গত তিন/চার বছরে মুক্তির আগে টিকেট বুকিং, রেকর্ড শো এবং টিকিটের জন্য দর্শকদের উন্মাদনা—সবই প্রমাণ করছে দর্শকদের আগ্রহ।

বাংলা সিনেমাকে দর্শকপ্রিয় করে তোলার পেছনে স্টার সিনেপ্লেক্সের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে পরিবারসহ দর্শকরা সিনেমা উপভোগ করতে আগ্রহী হচ্ছেন। করোনা পরবর্তী সময়ে দর্শকদের আগ্রহ দ্বিগুণ হয়েছে, এবং অনেক নির্মাতা এখন সিনেপ্লেক্সে প্রদর্শনের লক্ষ্য ধরে সিনেমা বানাচ্ছেন। সবচেয়ে ইতিবাচক দিক হলো, সিনেপ্লেক্সে প্রদর্শিত সিনেমাগুলোর আয়ের স্বচ্ছতা প্রযোজক ও নির্মাতাদের বড় বাজেটের কাজ করতে উৎসাহিত করছে।

চলুন এক নজরে দেখি, ২০২৫ সালে স্টার সিনেপ্লেক্সে কোন বাংলা সিনেমাগুলো সবচেয়ে বেশি আয় করেছে।

এ বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশনের শাহরিন সুমি এবং আজিম হারুনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন মেহেদী হাসান হৃদয়। ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত এই সিনেমায় তার বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও এই সিনেমায় দেখা গেছে মিশা সওদাগর, ইন্তেখাব দিনার ও যিশু সেনগুপ্তর মতো অভিনেতাকে। মুক্তির পর দেশ ও বিদেশে ‘বাংলা সিনেমার বেঞ্চমার্ক’ তৈরি করে এই সিনেমা। এর গান সংলাপগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

চলতি বছর স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় এক নম্বর সিনেমার তালিকায় রেখেছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাহরিয়ার শাকিল প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সাবিলা নূর প্রমুখ। টান টান উত্তেজনা আর থ্রিলার অ্যাকশন ধাঁচের ‘তাণ্ডব’-কে স্টার সিনেপ্লেক্স ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় দ্বিতীয় অবস্থানে রেখেছে।

তানিম নূরের পরিচালনা ও প্রযোজনায় ‘উৎসব’ মুক্তি পেয়েছিল ঈদুল আজহায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। অতিথি চরিত্রে ছিলেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সুনেরাহসহ অনেকেই। প্রায় দুমাস ধরে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়। পাশাপাশি ‘ওভারসিস মার্কেট’ থেকে বেশ সাফল্য অর্জন করে ‘উৎসব’। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘উৎসব’কে তৃতীয় অবস্থানে রেখেছে।

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত সিনেমা ‘দাগী’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। এছাড়াও রাশেদ মামুন অপু, সুনেরাহর অভিনয়ও মানুষ প্রশংসা করে। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পর সাফল্য পায়। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘দাগী’-কে চতুর্থ অবস্থানে রেখেছে।

জাহিদ হাসান অভির প্রযোজনায় এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ মুক্তি পেয়েছিল এ বছরের ঈদুল ফিতরে। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সিয়াম আহমেদ, বুবলী, নৈঋতা। ঈদে সীমিত সংখ্যক শো নিয়ে মুক্তি পেলেও দর্শকদের চাহিদার কারণে শো সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ফ্যামিলি দর্শকদের মধ্যে সিনেমাটি জনপ্রিয়তা অর্জন করে। স্টার সিনেপ্লেক্সে ব্যবসায়িক সফলতা, দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতায় ‘জংলি’-কে পঞ্চম অবস্থানে রেখেছে।

Lading . . .