Advertisement

এবার পাল্টা জবাব দেবের

মানবজমিন

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সম্প্রতি শুভশ্রী গাঙ্গুলিকে দুই বাচ্চার মা বলে সম্বোধন করেছিলেন দেব। আর এটা নিয়ে শুভশ্রীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর সেই ক্ষোভের জবাবস্বরূপ দেব এবার বললেন, যত বেশি ভালোবাসা, তত অভিমান। আমার মনে হয়, শুভশ্রী ভালোবাসা থেকেই মন্তব্যগুলো করেছে। নইলে এক ঘণ্টার সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বেশি বলেছে। এটা তো ভালোবাসা থাকলেই সম্ভব!

আরও পড়ুন

Lading . . .