Advertisement
  • হোম
  • বিনোদন
  • বিএনপির সমাবেশ মঞ্চে উপস্থিতির যে ব্যাখ্যা দিলেন অ...

বিএনপির সমাবেশ মঞ্চে উপস্থিতির যে ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সমাবেশ মঞ্চে অপু বিশ্বাস
কুষ্টিয়ার খোকসায় বিএনপির সমাবেশ মঞ্চে অপু বিশ্বাস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ মঞ্চে বক্তব্য দেন নায়িকা অপু বিশ্বাস। তার উপস্থিতিতে সমালোচনায় পড়েছে বিএনপি। ছাড় পাননি অপু বিশ্বাস নিজেও। তাকে নিয়েও কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন। তবে ওই সমাবেশ মঞ্চে উপস্থিতির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

অপু বিশ্বাস নয়া দিগন্তকে বলেন, ‘শিল্পীদের কোনো দল নেই। তারা সার্বজনীন। তাই যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দল, বা প্রতিষ্ঠান শিল্পীদের সহচার্য চান তখন শিল্পীরা সাড়া দেন। বিএনপির সমাবেশেও তাই হয়েছে। একটি বড় দল হিসেবে তারা তাদের সমাবেশে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সে আমন্ত্রণকে সম্মান জানিয়ে সেখানে হাজির হয়েছি। তাই সবাইকে স্বাভাবিকভাবে দেখার অনুরোধ করছি।’

তবে বিএনপির একজন নেতা জানান, অপুর আমন্ত্রণের বিষয়টি নিয়ে আমন্ত্রণকারীদের বিরুদ্ধে হাইকমান্ড থেকে ব্যবস্থার সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত আসছে। দলের পক্ষ থেকে এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।

তবে এ বিষয়ে দেশের বিশিষ্ট গীতিকার ও সুরকার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু নয়া দিগন্তকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন তিনি। অপু বিশ্বাসের সব জেনেও যারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষের কাছে দল প্রশ্নবিদ্ধ হবে।’

এর আগে, বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সাথে ছিলেন অভিনেতা নিরব হোসেন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। সেখানে তিনি বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সাথে দেখা করব এবং কথা বলব বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।’

অপু বিশ্বাস বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণ প্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইব, তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’

আরও পড়ুন

Lading . . .