Advertisement

‘তেল ছাড়া পরোটা’ শুরু আজ

মানবজমিন

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চুু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক প্রমুখ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি। এতে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দু’টি পরিবার। এই দুই পরিবারের মধ্যকার সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাত নিয়েই এগোবে নাটকের কাহিনী। নির্মাতা কচি খন্দকার বলেন, এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে; যারা যোগ্য হলেও সুযোগ পায় না। কারণ তারা তেল দিতে পারে না। আবার অনেক অযোগ্য মানুষ তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই কষ্ট থেকেই নাটকের গল্প লেখার অনুপ্রেরণা পাই। মানুষ যখন সত্য-মিথ্যার বাছবিচার না করে শুধু নিজের স্বার্থে তোষামোদ করে, তখন সে নিজের অজান্তেই ভুল পথে হাঁটে। নাটকের মাধ্যমে এই বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি।

আরও পড়ুন

Lading . . .