Advertisement

কলেজে শাহরুখের জুনিয়র, সিনেমায় তার মা!

চ্যানেল আই

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

বলিউডের সিনেমায় মায়ের চরিত্রে এই মুহূর্তে যে মানুষটি সবার নজরে, তিনি শিবা চাড্ডা! বলিউড বাদশা শাহরুখ খানের ‘রইস’ ও ‘জিরো’ সিনেমাতেও তার মায়ের চরিত্রে অভিনয় করেন! অথচ জানবে অবাক হবেন, এই শিবা চাড্ডা কলেজে ছিলেন শাহরুখের জুনিয়র!

সম্প্রতি অভিনেত্রী শিবা চাড্ডা এক সাক্ষাৎকারে জানালেন, বলিউড সুপারস্টার শাহরুখ খান ছিলেন তার কলেজ জীবনের (হংস রাজ কলেজ) সিনিয়র। তিনি রইস (২০১৭) এবং জিরো (২০১৮) এই দুটি ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ‘জিরো’ ছবিতে এক দৃশ্যের আগে শাহরুখ তার অনুমতি চেয়েছিলেন— এমনটাই জানালেন শিবা।

সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে শিবা বলেন, “আমি জিরো আর রইস-এ ওর মা হয়েছি। কিন্তু ও আমার কলেজ সিনিয়র। আমি এখন বুঝতে পারছি ওকে মনে করিয়ে দেওয়া হয়নি যে আমরা একই কলেজের ছাত্র ছিলাম। রইস-এর শুটিং চলাকালীন শাহরুখ দিল্লিতে একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিল,‘এই ছবিতে একটা অভিনেত্রী আছে, যে আমার মায়ের চরিত্রে অভিনয় করছে- ওকে নজরে রাখবেন, দারুণ কাজ করেছে।’ অথচ, আমাদের একটাও দৃশ্য একসঙ্গে ছিল না।”

তিনি আরও যোগ করেন, “জিরো-তে আমাদের একটা হাগিং সিন ছিল। ও তখন মার খাচ্ছে, আমি গিয়ে তাকে বাঁচাচ্ছি। শাহরুখ ওই দৃশ্যের আগে এসে আমায় জিজ্ঞেস করেছিল, ‘আমি আপনাকে ছুঁতে পারি তো?’ আমি বললাম, ‘হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো চলো।’ ও খুবই দারুণ একজন মানুষ। আমি সেটে আসার আগেই ও আমার নাম জানত, আর সেই অনুভূতিটা ছিলো আলাদা।”

এই সাক্ষাৎকারে শিবা চাড্ডা কিছুটা আক্ষেপের সুরে শেয়ার করেন, কীভাবে বারবার ‘মায়ের’ চরিত্রে টাইপকাস্ট করা হচ্ছে তাকে। তিনি বলেন, “প্রায়ই এমন হয়, যাদের মা হচ্ছি তারা হয়তো আমার থেকে মাত্র ১০-১২ বছরের ছোট। টেলিভিশনে তো ৩০ বছর বয়সী অভিনেত্রীদের দিয়ে আরও বড়দের মা বানিয়ে ফেলা হয়। শুরুতে আমি ধাক্কা খেয়েছিলাম, কিন্তু পরে মেনে নিয়েছি- এটা কাজ, করে ফেলো আর এগিয়ে যাও। যদি তুমি বিদ্রোহ করো, তাহলে কাজই থাকবে না।”

শিবা চাড্ডাকে শেষবার দেখা গেছে জি ফাইভে মুক্তি পাওয়া কমেডি-ড্রামা ‘বাকাইতি’-তে, যা মুক্তি পেয়েছে ১ আগস্ট। সিনেমাএক্সপ্রেস

Lading . . .