কানাডায় পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপনী ছবি ‘আগন্তুক’
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কানাডিয়ান নির্মাতা ম্যাথিউ র্যাঙ্কিনের চলচ্চিত্র ‘ইউনিভার্সাল ল্যাংগুয়েজ’। ২০২৪ সালে নির্মিত ছবিটি সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
উদ্বোধনী দিনে কানাডার ছবিটি ছাড়াও দেখানো হবে ইরান, জার্মানি ও বাংলাদেশের দুটি স্বল্প ও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিগুলো হচ্ছে, ইরানের ‘ব্লাইন্ড স্পট’ জার্মানির ‘মাদার লাভ’ এবং বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’।
সমাপনী ছবি ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় প্রতিথযশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়, সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।
এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ২০২৩ সালে ‘আগন্তুক’ (দ্য স্ট্রেঞ্জার) এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে এটি জায়গা করে নেয়। ২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট—প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়।
‘আগন্তুক’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির মতো খ্যাতনামা আন্তর্জাতিক বিনোদন পোর্টালগুলো আগন্তুকের প্রশংসামূলক সমালোচনা প্রকাশ করে।
সরকারি অনুদানে নির্মিত এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘দ্য ম্যাজিকাল মেন’ মর্যাদাপূর্ণ আসন্ন এশিয়ান প্রোজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী ২০—২৩ সেপ্টেম্বর এই প্রোজেক্ট মার্কেট অনুষ্ঠিত হবে।