আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

২০০৮ সালে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর শাকিব-অপুর সংসারে ভাঙন ধরে এবং পরের বছরই তারা বিচ্ছেদের পথে হাঁটে। বিচ্ছেদের পর শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন।
বছরখানেক পরে ছেলে আব্রাম খান জয়ের কারণে আবারও কাছাকাছি আসে অপু ও শাকিব। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক শীতল হলেও তারা ছেলে ও পরিবারের কারণে একসঙ্গে দেশে ও মার্কিন মুলুকেও ভ্রমণ করেছেন।
সম্প্রতি অপু বিশ্বাস শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন এবং শাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেননি।
আরো পড়ুন : সুখবর দিলেন মিথিলা
এ প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বিয়ে করার দরকার নেই। আমার তো বিবাহিত জীবন; এখানে এত প্রমাণের প্রয়োজন নেই।
সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা জানতে চাওয়া হলেও অপু সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চান এবং দর্শকদের সবকিছু জানানো প্রয়োজন নেই।
অপু বলেন, আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বেশি জানাইনি। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কতটুকু তার ঘরের ভেতরে গেছেন? বা জানতে পেরেছেন? শাহরুখ ততটুকুই দর্শকদের জানিয়েছেন যতটুকু তিনি প্রয়োজন মনে করেছেন। আমি প্রয়োজন মনে করি না, লিমিটেশনের বাইরে দর্শককে কিছু জানানোর। পারিবারিক বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবেই রাখতে চাই।