Advertisement

১০০ কোটির বেশি ভিউ, শেষ হলো 'ফ্যামিলি ফিউড'!

চ্যানেল আই

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানায়, সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ১ কোটিরও বেশি স্বতন্ত্র দর্শকের কাছে পৌঁছানোর মাধ্যমে এটি বছরের অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি সাড়া জাগানো শো-তে পরিণত হয়েছে।

তাহসান খানের সঞ্চালনায় ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এই শো-তে অংশ নিয়েছিল সারাদেশ থেকে আসা ৪৮টি পরিবার। বড় শহর থেকে শুরু করে ছোট মফস্বল পর্যন্ত, প্রতিটি পরিবার তাদের নিজস্ব উদ্দীপনা, বুদ্ধিদীপ্ততা আর প্রাণবন্ততা দিয়ে মঞ্চ মাতিয়েছে – এবং দর্শকরাও এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।

পুরো সিজন জুড়ে, বিভিন্ন পর্বে প্রতিদ্বন্দ্বিতা করা পরিবারগুলোকে ৩০ লক্ষ টাকারও বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয়েছে।

বঙ্গ জানায়, ফ্যামিলি ফিউড বাংলাদেশ শুধু একটি গেম শো ছিল না, এটি ছিল পরিবার, হাসি এবং ভালোবাসার মিলবন্ধনের এক দারুণ উৎসব। বাবা-মায়ের সাথে সন্তানের দল গঠন অথবা উত্তর নিয়ে ভাইবোনের খুনসুটি – এই শো আমাদের বারবার মনে করিয়ে দিয়েছে পরিবার কেন এত গুরুত্বপূর্ণ।

পুরো সিজনের ২৪টি পর্বই এখন বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে। এ ছাড়া দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়ে বঙ্গ জানিয়েছে, প্রথম সিজন শেষ হলেও, ফিউড কিন্তু এখানেই শেষ নয়।

Lading . . .