হিন্দি-তামিল টেক্কা দিয়ে ওটিটিতে 'আমার বস' এর রেকর্ড
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

গেল মে-তে ইন্ডিয়া-পাকিস্তান সংঘাত (অপারেশন সিঁদুর) চলাকালীন মুক্তি পেয়েছিল ছবিটি। সার্বিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও তখন সিনেমা হলে মা-সন্তানের কেমিস্ট্রি দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। ওপেনিংসহ প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে রেকর্ড পরিমাণে ব্যবসা করে ‘ব্লকবাস্টার’ তকমা পায় ‘আমার বস’।
শনিবার শিবু-নন্দিতার ‘আমার বস’ এলো ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। মুক্তির পর সেখানেও হিন্দি, তামিলসহ ইন্ডিয়ার অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাগুলোতে টেক্কা দিয়ে রেকর্ড করেছে সিনেমাটি।
নির্মাণের পাশাপাশি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিবুপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানান, জি-ফাইভ সর্বভারতীয় অ্যাপ। যেখানে বাংলা ভাষাভাষীসহ প্রায় সারা পৃথিবীর মানুষ দেখতে পায়। সেখানে ”আমার বস” সর্বভারতীয় পর্যায়ে ট্রেন্ডিং দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শিবুপ্রসাদ মনে করেন, বাংলা ভাষার সিনেমা এটা অনেক গর্বের ব্যাপার। তিনি বলেন, আমাদের সিনেমা প্রথমবার এমন পর্যায়ে এসেছে।
এর আগে শিবু-নন্দিতা জুটির ‘বহুরূপী’ এই প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল। শিবু বলেন, প্রায় ৩৬ মিলিয়ন (৩ কোটি ৬০ লাখ) মানুষ সেখানে ‘বহুরূপী’ দেখেছেন। নিশ্চয়ই এই সংখ্যা এখন আরও বেড়েছে। এগুলো অত্যন্ত খুশীর এবং সম্মানজনক খবর বলে আমি মনে করি।
‘আমার বস’-এ শিবুপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয় করেন ভারতের বিখ্যাত অভিনেত্রী রাখি গুলজার। এই সিনেমার মাধ্যমে প্রায় ২২ বছর তিনি কোনো বাংলা সিনেমা অভিনয় করেন। আরও আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী, কাঞ্চন মল্লিকসহ অনেকে।
চ্যানেল আই অনলাইনকে শিবুপ্রসাদ বলেন, ‘আমার বস’ সিনেমার মাধ্যমে রাখি গুলজার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম অভিনেত্রীরা আবার রুপালী পর্দায় ফিরে কাজ করেছেন এবং তাদের নিয়ে দর্শকের এতো আগ্রহ সেটাই আমাদের কাছে পরম পাওয়া।
উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ‘আমার বস’ পশ্চিমবঙ্গের চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। শিবু বলেন, মুক্তির সময়ের বছরের সবচেয়ে বড় ওপেনিং ছিল ‘আমার বস’। প্রথমসপ্তাহে শুধুমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্সে চেইনে ফার্স্ট উইকে ৭৫ লাখ কালেকশন ছিল, সবমিলিয়ে প্রথম সপ্তাহে দেড় কোটি ব্যবসা করেছিল। ৯ মে সিনেমাটি মুক্তির সময় ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের আবহ বিরাজ করছিল। তখন এতো সাড়া পাবো ভাবিনি, পরে সুপারডুপার হিট হয় এবং এখন জি-ফাইভে রেকর্ড করছে।