Advertisement

আপ্লুত ফারিয়া শাহরিন

মানবজমিন

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

এখন আর অটোগ্রাফের যুগ নেই। তারকাদের সঙ্গে সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় ভক্তদের। এবার দীর্ঘ সময় পর অটোগ্রাফ দিয়ে যেন আবেগে ভাসলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এ অভিনেত্রী সম্প্রতি একটি ব্র্যান্ডের শপে গেলে এক ভক্তের অটোগ্রাফের আবদার মেটান তিনি। অভিনেত্রী ফেসবুকে লিখেন, অনেক বছর পর অটোগ্রাফ দিলাম এক সেলসম্যান ভাইকে। এই যুগে কে আর অটোগ্রাফ চায়? সবাই তো সেলফি চায়। কিন্তু তিনি যেন ব্যতিক্রম!

আরও পড়ুন

Lading . . .