Advertisement

নেইমারের বাড়িতে বাজলো বাংলা গান!

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

নেইমারের বাড়িতে বাজলো বাংলা গান!
নেইমারের বাড়িতে বাজলো বাংলা গান!

এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাড়িতে বেজে উঠলো বাংলা গান! গানটি জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের।

দলটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার নেইমারের বাড়িতে তার গান বেজে ওঠা।

এদিন নেইমারের বাংলো বাড়িতে বড় পর্দায় বেজে উঠেছে ইভানের গান! নেইমারের বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবিন মিয়া। যিনি নেইমারের পরিবারের ঘনিষ্ঠ ও তার বাবার ম্যানেজার।

বাড়ির সুইমিংপুল থেকে নেওয়া ভিডিওতে দেখা গেছে, তখন অ্যাশেজ ব্যান্ডের ‘তামাক পাতা’ গান বাজছিল। সেই ভিডিওর ক্যাপশনে ইভানকে জন্মদিনের শুভেচ্ছা জানান রবিন।

ভিডিওটি শেয়ার করে ইভান লেখেন, নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ-এর গান দেখে বেশ ভালো লাগছে। ভিডিওর মন্তব্যে জুনায়েদ ইভান লেখেন, ভালোবাসি ভাই! আপনি সুন্দর।

এদিকে জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার এক পোস্টে ইভান জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও জন্মদিনে একজন দরিদ্র অসুস্থ মানুষের চিকিৎসার জন্য কাজ করবেন তিনি।

এনএটি

আরও পড়ুন

Lading . . .