Advertisement

অভিনেত্রী খুঁজছে ‘ব্যাচেলর পয়েন্ট’

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জমে উঠেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। প্রচারে থাকা এই সিরিয়ালের জন্য দু’জন অভিনেত্রী খুঁজছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যারা নোয়াখালী ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারদর্শী, তারাই এতে প্রাধান্য পাবেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা অমি জানান, দু’জন অভিনেত্রী দরকার। যারা একজন নোয়াখালী ভাষায় ও আরেকজন বরিশালের ভাষায় পারদর্শী। যোগাযোগের জন্য একটি ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরও জুড়ে দিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন

Lading . . .