Advertisement

১২ বছরের ছোট নায়িকার সঙ্গে বাগদান সারলেন

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

১২ বছরের ছোট নায়িকার সঙ্গে বাগদান সারলেন
১২ বছরের ছোট নায়িকার সঙ্গে বাগদান সারলেন

ভারতের তামিল সিনেমার অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি। কয়েক মাস আগে বিয়ের ঘোষণা দেন এই অভিনেতা। একই ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সাই ধনশিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই তারকা।

গত ১৯ মে অডিও ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশাল। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সাই ধনশিকাও। সেখানেই বিয়ের ঘোষণা দেন এই যুগল। পাশাপাশি জানান, আগামী ২৯ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

শুক্রবার (২৯ আগস্ট) বিশালের জন্মদিন। বিশেষ দিনে অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী, বাগদান সেরেছেন বিশাল-ধনশিকা। সামাজিকমাধ্যমে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানান বিশাল।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) বাগদান অনুষ্ঠানের বেশ কটি ছবি শেয়ার করেছেন বিশাল। এসব ছবির ক্যাপশনে এই নায়ক লেখেন, এই মহাবিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা ও আশীর্বাদ জানানো সব প্রিয়জনকে অসংখ্য ধন্যবাদ।

বাগদানের ঘোষণা দিয়ে বিশাল লেখেন, আজ আমার জন্মদিন। বিশেষ এই দিনে একটি শুভ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজ আমাদের পরিবার-পরিজনের উপস্থিতিতে আমি ও সাই ধনশিকা বাগদান সম্পন্ন করেছি। আগের মতোই আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই।

বেশ কয়েক মাস আগে পরিচয় হয় বিশাল-সাইয়ের। তারপর কাছে আসা। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। বাগদানের ঘোষণা দিলেও বিয়ের দিনক্ষণ জানাননি বিশাল কিংবা ধনশিকা।

১৯৭৭ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন বিশাল। তার বয়স এখন ৪৮ বছর। অন্যদিকে, ১৯৮৯ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন সাই। তার বয়স এখন ৩৫ বছর ১০ মাস। তাদের বয়সের ব্যবধান ১২ বছরের বেশি।

এর আগে অভিনেত্রী আনিসা রেড্ডির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিশাল। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৯ সালে পারিবারিকভাবে বাগদান সারেন এই যুগল। ভেন্যু থেকে শুরু করে বিয়ের সবকিছুই চূড়ান্ত করা হয়েছিল। পরবর্তীতে বিশাল জানান, আনিসার সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে।

এনএটি

Lading . . .