Advertisement
  • হোম
  • বিনোদন
  • শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘প্রিন্স...

শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি ‘প্রিন্স’?

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তারকা অভিনেতা শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’র বাজেট প্রায় ২০ কোটি টাকা! এও বলা হচ্ছে, এই সুপারস্টারের ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটি।

তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে জানালেন, পরিচালক আবু হায়াত মাহমুদ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপের সময় নবীন এই নির্মাতা সিনেমার বাজেট প্রসঙ্গে মুখ খোলেন।

আবু হায়াত মাহমুদ বলেন, প্রিন্স’র বাজেট ২০ কোটি টাকা এই ধরনের লেখালিখি আমি নিজেও দেখেছি। কিন্তু কোথাও আমরা বাজেটের ব্যাপারে কিছু বলিনি কিংবা ইঙ্গিত দেইনি। কিছু মানুষ ভিউ বাড়ানোর জন্য বলছে অনলাইনে। কিন্তু এটা একেবারে ভালো দেখায় না। এতো বাজেট বলা প্রোডাকশন হাউজের জন্য ক্ষতির কারণ। অনেকে ভাবছে, প্রিন্সের বাজেট অনেক টাকা। সেই অনুযায়ী তারা পারিশ্রমিক চাচ্ছেন।

তিনি আরও বলেন, সিনেমার শুটিং এখনও শুরু হয়নি তাহলে অন্যরা কীভাবে বলছে বাজেট ২০ কোটি টাকা? এখন আমার প্রি-প্রোডাকশন করছি। আমরা বারবার বলেছি, লার্জার দ্যান লাইফ ফিল্ম বানানো। যেটা খরচ হবে সেটা করবো। যখন শুরু করি, তখন প্ল্যান ছিল ৭/৮ কোটির মতো হবে।আমাদের মার্কেট বুঝেই তো খরচ করতে হবে। কারণ, দিনশেষে যেটা লগ্নী হবে সেটা তো তুলে আনতে হবে।

আবু হায়াত মাহমুদ বলেন, শুটিং শেষে বা রিলিজের আগে কখনও বলা যায় একটা সিনেমার বাজেট কত হয়েছে। কারণ, প্রতিনিয়ত বিভিন্ন খাতে বাজেট যোগ হতে থাকে। দর্শক যখন ছবিটা সিনেমা হলে দেখবেন তখনই তারা বিচার করতে পারবেন আমরা কতো টাকা খরচ করেছি।

ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে শাকিব খানের ‘প্রিন্স’ প্রযোজনা করছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে এর চিত্রনাট্য করছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। কদিন আগের সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়, যা সিনেমাপ্রেমীদের নজর কাড়ে।

Lading . . .