কার সঙ্গে শেষবার দেখার ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শেষ দেখার বার্তা। কার উদ্দেশে হঠাৎ অভিনেত্রীর এমন
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে রয়েছে, ‘দ্য অফিস’ সিরিজের স্টিভ ক্যারেলের এক জনপ্রিয় দৃশ্য।
ওই ভিডিওতে লেখা, ‘কাউকে প্রথম বার দেখেই যদি বুঝে যান, এটাই শেষ বার দেখা— তা হলে ভুল হয় না।’
কার উদ্দেশে অভিনেত্রীর এমন পোস্ট তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট করছেন ‘দেশি গার্ল’ খ্যাত বলিউড এ অভিনেত্রী।
গত মাসে ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লেখেন, আমি খুবই ভালো, খুবই বুঝদার একজন মানুষ, কিন্তু কেউ যদি আমাকে অসম্মান করে, তা হলে বুঝে যাবে, কেন আমার মাত্র তিন জন বন্ধু আছে।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে এসএস রাজামৌলির ‘এসএসএমবি ২৯’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
জেএইচআর
আরও পড়ুন