Advertisement

বক্স অফিসে ঝড়, তিন দিনে কত আয় করলো ‘ধুরন্ধর’?

চ্যানেল আই

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে সিনেমাটি।

সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার।

সিনেমার আয় বিশ্লেষণকারী সংস্থা সাচনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে। ফলে লাফিয়ে লাফিয়ে যে সিনেমাটির আয় বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বিশ্বব্যাপী ছবিটির আয় দাড়িয়েছে ১৩৫ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের খবর, বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আয় বিশ্লেষকরা আগে সিনেমাটির অগ্রিম বুকিং নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও বর্তমান সাফল্যে তারা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে এক আয় বিশ্লেষক জানিয়েছেন, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রবিবার সিনেমাটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।

Lading . . .