Advertisement

চমকে দেন আমির

মানবজমিন

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

24obnd

‘দঙ্গল’ সিনেমার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি এ বিষয়ে তিনি বলেন, আমি কোনো বডি স্যুট পরতে চাইনি। বাস্তবেই ওজন বাড়িয়ে অভিনয় করেছি। ওজন এক সময় দাঁড়ায় ৯৭ কেজিতে। সেখান থেকে প্রায় ২৫ কেজি কমিয়ে আনি। অনেকেই তখন আমিরকে দেখে চমকে গিয়েছিলেন।

আরও পড়ুন

Lading . . .