Advertisement

এস্টার এওয়ার্ডে ইকবালের দুই মনোনয়ন

চ্যানেল আই

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

এই মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। তিনি দুটি বিভাগে মনোনীত হয়েছেন— সেরা চিত্রনাট্যকার (‘বলী, দ্য রেসলার’ সিনেমার জন্য)। একই সিনেমার জন্য পেয়েছেন ‘সেরা উদীয়মান পরিচালক’ এর মনোনয়ন

এস্টার এওয়ার্ড শিল্প, বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রদত্ত হয়। মনোনয়ন তালিকায় অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য নিডল, দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ, সাউন্ড অফ ফলিং, ল্যাম্ব, এবং সন্তোষ—যা ইতিমধ্যেই অস্কার, গোল্ডেন গ্লোব ও কান উৎসবে প্রশংসিত।

জুরি বোর্ডে ছিলেন বিশ্বখ্যাত সিনেমা গবেষক ও বিশেষজ্ঞরা। প্রধান বিচারক ছিলেন টনি এওয়ার্ডজয়ী নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সিনেমা বিভাগের অধ্যাপক কার্লি বারদশ।

বারদশ বলেছিলেন, “বলী, দ্য রেসলার শুধু আঞ্চলিক সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরে না, বরং সূক্ষ্ম আবেগের মাধ্যমে শক্তি আর কোমলতার গভীর সম্পর্ক দর্শকের সামনে নিয়ে আসে। এটি দেখায় সিনেমা কীভাবে ভাষা ও সংস্কৃতির সীমা পেরিয়ে মানুষের মনে জায়গা করতে পারে।”

ইকবাল হোসাইন চৌধুরী জানিয়েছেন,“মনোনয়নটি একদম অপ্রত্যাশিত। সারা বিশ্বের শীর্ষ সিনেমা গবেষকরা গোপনে ভোট দিয়েছেন এবং সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত মনোনয়ন বেছে নিয়েছেন। গত দু’বছরে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের ছবি দেখাটা আমার জন্য বিশেষ আনন্দের।”

Lading . . .