প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার অক্ষর খেলায় মেতেছেন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি মজার পোস্ট শেয়ার করে ভক্তদের মধ্যে উৎসব উদযাপন করেছেন তিনি।
চারটি কোলাজ ছবিসহ পোস্টটিতে লাল ব্লেজার পরিহিত মেহজাবীনকে বিভিন্ন ভঙ্গিমায় দেখা গেছে। যেখানে তার প্রাণবন্ত হাসি ও আকর্ষণীয় লুক মুহূর্তেই ভক্তদের নজর কাড়ছে।
পোস্টে মেহজাবীন লেখেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক। ’
অভিনেত্রীর এই আহ্বানে ভক্তদের সাড়া ছিল অভাবনীয়। ভক্তদের একগুচ্ছ মন্তব্যের উত্তর দেওয়ার মাধ্যমে মেহজাবীন নাম অনুমানের এই খেলা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মেহজাবীনকে সর্বশেষ পর্দায দেখা গেছে গত বছর, শঙ্খ দাশগুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে। তার অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ আছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরই দেশের হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এনএটি
আরও পড়ুন