Advertisement

মালদ্বীপ কনসার্টে গাইবেন আসিফ

মানবজমিন

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

24obnd

মালদ্বীপ সফরে গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত বুধবার তিনি দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ সেখানকার প্রবাসীদের আয়োজিত এক কনসার্টে গান গাইবেন তিনি। এ গায়ক জানান, আগামী ৮ই আগস্ট মালদ্বীপের হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন তিনি। তার গানের দল ‘দি অ্যা টিম’সহ এ সফরে গেছেন আসিফ। এদিকে, সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে আসিফ আকবরের।

আরও পড়ুন

Lading . . .