Advertisement

শঙ্কা দূর, ঢাকায় হচ্ছে আতিফ আসলামের কনসার্ট

চ্যানেল আই

প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকায় যখন একের পর এক বড় কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই সময়ে আয়োজকরা চূড়ান্ত ঘোষণা দিলেন— আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট! সাম্প্রতিক সময়ের অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে তরুণ দর্শক–শ্রোতাদের মধ্যে।

‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে পরিকল্পিত চ্যারিটি কনসার্টটি এককভাবে আয়োজন সম্ভব না হলেও, শেষ পর্যন্ত স্পিরিটস অব জুলাই এবং দেশের অন্যতম শীর্ষ লাইভ–এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেইজ যৌথভাবে আয়োজন করছে বছরটির অন্যতম কাঙ্ক্ষিত আয়োজন ‘মেইন স্টেইজ শো–২০২৫’।

এখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এছাড়াও ফুয়াদ, নেমেসিসসহ আরও বেশ কয়েকজন দেশীয় শিল্পী পরিবেশন করবেন সংগীত।

কবে, কোথায় হবে এই কনসার্ট? আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামি ১৩ ডিসেম্বর হবে এই কনসার্ট।

এই কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যা ব্যবহার হবে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাঁদের পরিবারের স্থায়ী পুনর্বাসন প্রকল্পে।

২০২৫ সালের ২ নভেম্বর সংস্থাটির সঙ্গে ‘স্পিরিটস অব জুলাইয়’ এর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে বলে জানান আয়োজকরা। গতবারের মতো এবারও প্রতিষ্ঠানটি এই উদ্যোগকে নীতিগত সমর্থন দিয়েছে।

আয়োজকদের ভাষ্য,“এটি শুধু বিনোদনের আয়োজন নয়। সংগীতের শক্তিকে মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যম এই কনসার্ট।”

Lading . . .