Advertisement

দীর্ঘদিন বেকার ছিলেন কৌশানী

মানবজমিন

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। কিন্তু একসময়ে দীর্ঘদিন তাকে কোনো কাজ করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে দীর্ঘদিন বেকার ছিলাম। হাতে একটাও কাজ ছিল না। কষ্ট হতো, চিন্তাও হতো। তবে নিজের ওপর বিশ্বাস হারাইনি। এখন মনে হয় ওই খারাপ সময়টা আমার কাছে ব্লেসিং। ওই সময়টা না আসলে হয়তো জীবনে সাফল্য আসতো না।

আরও পড়ুন

Lading . . .