Advertisement
  • হোম
  • বিনোদন
  • ‘আকা’ নিয়ে নিশো-ভিকির নতুন পরীক্ষা, সঙ্গে নাবিলা

‘আকা’ নিয়ে নিশো-ভিকির নতুন পরীক্ষা, সঙ্গে নাবিলা

চ্যানেল আই

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

এরমধ্যেই জানা গেল, প্রায় তিন বছর পর ওটিটিতে আসছে নিশো অভিনীত একটি ওয়েব সিরিজ। ভিকি জাহেদ নির্মিত সিরিজটির নাম ‘আকা’। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

‘আকা’ সিরিজে নিশো জুটি বেঁধেছেন ‘আয়নাবাজি’ কিংবা ‘তুফান’ খ্যাত মাসুদা রহমান নাবিলার সাথে। ভিকির পরিচালনায় ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে সিরিজটি।

শনিবার প্রকাশিত হয়েছে সিরিজটির দ্বিতীয় পোস্টার। যেটি ফেসবুকে শেয়ার করে ভিকি লিখেছেন, “অসহায় তাড়িয়ে বেড়াও/কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!”

পোস্টারে নিশোর দুটি ভিন্ন রূপ ধরা দিয়েছে—একটি ভয়ঙ্কর অ্যাকশনমুখী চরিত্রে, অন্যটি একেবারেই সাদামাটা যুবকের চাহনিতে।

‘আকা’ নিয়ে এর আগে পরিচালক জানিয়েছেন, “আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকার’ মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি।”

নিশোকে নিয়ে চ্যানেল আইয়ে ভিকির ‘পুনর্জন্ম সিরিজ’ বেশ জনপ্রিয় হয়েছিল। দর্শক এখনো দেখার অপেক্ষায় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন অব সিরিজ ‘রাফসান হক’। এর মধ্যেই নিশোকে নিয়ে ভিকি নতুন সিরিজ নিয়ে আসছেন, স্বভাবতই আগ্রহী হয়ে আছেন তাদের ভক্ত অনুরাগীরা।

Lading . . .