Advertisement

ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন
ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন

দেশীয় শোবিজের এক সময়ের পরিচিত মুখ প্রসূন আজাদ। ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগীতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন তিনি। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন।

বর্তমানে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন প্রসূন আজাদ। সঙ্গে লেখেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি। ’

অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী মন্তব্য করে জানান সেই ব্যক্তির নামসহ প্রকাশ করতে। যে প্রতিষ্ঠানে চাকরি করে বা পড়াশোনা করে ডিটেইলসে এক্সপোজ করার কথা বলেন তাকে। উত্তরে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন। ’

সম্প্রতিক সময়ে বাবার নিখোঁজের বিষয়ে বেশ আলোচনায় উঠে আসেন প্রসূন আজাদ। বাবাকে খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে বাবার সন্ধান পেতে সামাজিকমাধ্যমে ভক্তদের কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়; প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।

এনএটি


Lading . . .