প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজন প্রচার চলছে। এ সিজনে কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষি আলম) ও শিমুলদের সঙ্গে এবার নিয়মিত দেখা মিলছে নতুন চরিত্র জাকির (সাইদুর রহমান পাভেল)-এর।
নোয়াখালীর বজরা বাজার থেকে উড়ে এসে ব্যাচেলরদের ফ্ল্যাটে রীতিমতো জুড়ে বসেছেন তিনি। অতিথি হিসেবে ‘বজরা বাজারের জাকির’ এই ফ্ল্যাটে উঠলেও এখন দর্শকদের কাছে তিনি পরিচিত ‘টাইগার জাকির’ নামে।
ইতোমধ্যে নাটকটির ২৪টি পর্ব প্রচার হয়েছে, যা বঙ্গ অ্যাপে দেখা যাচ্ছে, পাশাপাশি সপ্তাহের প্রতি বৃহস্পতি এবং শুক্রবার চ্যানেল আই টিভি এবং বুম ফিল্মসের ইউটিউবেও পর্বগুলো প্রচার হচ্ছে।
পূর্বের সিজনে জাকিরকে কদাচিৎ দেখা মিললেও এখন তিনি ব্যাচেলরদের ফ্ল্যাটে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন! কাবিলা, শিমুলদের সঙ্গে প্রতি পর্বেই যেন তার খুনসুটি লেগে থাকছে, যা দেখে বিনোদিত হচ্ছে সিরিজটির দর্শকরা।
‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিংয়ে মাসের প্রায় দুই সপ্তাহ সময় দিতে হচ্ছে পাভেলকে। চ্যানেল আই অনলাইনকে বললেন, আগে নাটক দেখতাম তখন মনে হতো ইশ এই মানুষগুলোর সঙ্গে আমিও যদি থাকতে পারতাম। যদি অমি ভাইয়ের ডিরেকশনে কাজ করতে পারতাম! কিন্তু এখন মাসের বেশীরভাগ শুটিংয়ে সময় এখানে দিতে হয়। বুঝতে পারছি প্রতিটি মানুষ কতটা মজার এবং জলি মাইন্ডের। এখন কাজের সুযোগ পেয়ে সবার কাছ থেকে শিখছি এবং ভালো করার চেষ্টা করছি। স্পেশালি অমি ভাই ডিরেক্টর বা মেন্টর সবকিছুর ঊর্দ্ধে তিনি বড়ভাই এবং বন্ধু।
সাইদুর রহমান পাভেল বলেন, আমি চেষ্টা করছি ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে টাইগার জাকির ক্যারেক্টার সমস্ত বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে যাক, তারা এনজয় করুক। এবার যেহেতু অভিনয়ের বেশি সুযোগ পেয়েছি চেষ্টা করছি কাজে লাগাতে। দর্শকরাই বলুক, কাবিলা, পাশা, হাবু, শিমুলদের পাশাপাশি জাকির অভিনয় করে ফাটিয়ে ফেলছে।
জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট’র পাশাপাশি অন্যান্য নাটকেও কাজ করছেন পাভেল। তিনি বলেন, শুধু ব্যাচেলর পয়েন্ট না, আমি সবকাজে ভালো করার চেষ্টা করি। অমি ভাই সুপারহিট ডিরেক্টর তার কাজে বেশি মনোযোগী থাকবো এমন না, নতুন ডিরেক্টর ভাই যারা আছেন, তাদের কাজের প্রতিও আমার একই চেষ্টা থাকে। যেহেতু এখন ব্যাচেলর পয়েন্ট শুটিং চলছে, এ কারণে এখানে সময়টা একটু বেশি দেয়া হচ্ছে।