Advertisement
  • হোম
  • বিনোদন
  • চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কার...

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

আমার সংবাদ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা
চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশমা শর্মা শুটিংয়ে যাওয়ার পথে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

অভিনেত্রী সামাজিকমাধ্যমে দুর্ঘটনার বিবরণ ভাগ করে লিখেছেন, “গতকাল (বুধবার) চার্চগেটের উদ্দেশ্যে শুটিংয়ের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেই। ট্রেনে উঠলেও পরে লক্ষ্য করি বন্ধুরা ট্রেনে ওঠেনি। তখন ট্রেনের গতি বেড়ে গিয়েছিল। ভয় পেয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেই। দুর্ভাগ্যবশত উল্টো হয়ে পড়ি, ফলে মাথায় প্রচণ্ড আঘাত পাই।”

ট্রেন থেকে লাফ দেওয়ার সময় পিঠে আঘাত লেগেছে এবং মাথা ফুলে গেছে। করিশমা জানিয়েছেন, “চিকিৎসকের পরামর্শে এমআরআই করানো হয়েছে। আমাকে একদিন চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছিল, যাতে মাথার চোট কতটা গুরুতর তা পরীক্ষা করা যায়।”

তিনি অনুরাগীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন। করিশমা বলেন, “গতকাল (বুধবার) থেকে আমি খুব যন্ত্রণায় আছি। তবে শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন।”

করিশমা শর্মা ‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার অসুস্থতার খবরে ভক্তরা উদ্বিগ্ন।

ইএইচ

Lading . . .