'বাক স্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেয়া শুরু হয়েছে'
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

এতে একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে বলে জানালেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার অভিনীত ‘খোয়াবনামা’ নাটক নিয়ে আলাপ করতে শনিবার সকালে এসেছিলেন ধানমন্ডির একটি রেস্টুরেন্টু। সেখানেই প্রসঙ্গক্রমে এই বিষয়ে কথা বলেন তৌসিফ।
তিনি বলেন, সত্যি কথা বলতে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, মানুষ কেমন জানি নেগেটিভ মানসিকতার হয়ে গেছে। প্রকাশ্যে যেন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, এজন্য আমরা বাক স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোসের কথা প্রকাশ্যে বলছি, বাক স্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেয়া শুরু হয়েছে।
তৌসিফ মাহবুব বলেন, আমি মনে করি দিনশেষে আফসোস করা উচিত না। আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেগেটিভি সবার মধ্য থেকে বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।
তৌসিফ মাহবুব বলেন, আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে।
‘ঠিক যেমন যখন ট্র্যাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবার সবকিছুতে নিষ্পাপ থাকুক।’
আলাপপ্রসঙ্গে তৌসিফ সিনেমাতে অভিনয়ের ইচ্ছে জানিয়ে বলেন, আমি সবধরণের সিনেমা করতে চাই। আমি ‘বরবাদ’র মতো সিনেমা করতে চাই, আবার জংলি, দাগির মতো সিনেমা করতে চাই, আবার আমি উৎসবের মতো সিনেমাও করতে চাই।
তৌসিফ মাহবুব বলেন, সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে। দেরি হলেও আমি সিনেমাতে একদিন যাবো।
ভিকি জাহেদের পরিচালনায় ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ রিলিজ হবে। এতে তৌসিফের বিপরীতে আছেন তানজিন তিশা। সম্প্রতি এ নাটকের শুটিংয়ে তৌসিফ নিজেকে কাফনে মুড়িয়ে কবরে শুয়ে থাকার দৃশ্যে অভিনয় করেছেন। সেখানে ছয়টি সাপও রাখা হয়েছিল।
সেই শুটিং ভিডিও এই অভিনেতা তার পেইজে পোস্ট করেছেন। যার ভাইরাল হয়ে যায়।এই অভিজ্ঞতা তৌসিফের প্রায় ১২ বছরের ক্যারিয়ারে প্রথম হয়েছে।
তৌসিফ বলেন, সব পেশায় রিস্ক নিতে হয়। আমি অভিনয়ে যুক্ত। আমার অবস্থান থেকে রিস্ক নিয়ে কাজ করেছি। বাকিটা দর্শক বলতে পারবে। সবসময় এতো ভালো স্ক্রিপ্ট আসে না, যেখানে ভিন্ন কিছু করার সুযোগ হয়। এবার সুযোগটা যেহেতু কাজে লাগানোর চেষ্টা করেছি।