Advertisement

আসছে অপুর সেই ভাইরাল শোয়ের দ্বিতীয় পর্ব

চ্যানেল আই

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

লম্বা সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়িকার আসনে থাকা অপু বিশ্বাস সম্প্রতি ‘আইজ অন’ ডিজিটাল প্লাটফর্ম এর ‘স্টার ডায়রি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

এই সাক্ষাৎকারের প্রথম পর্ব যখন প্রচার হয়, তখন নিজের সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ সময় অপু বিশ্বাস নীরবতা পালন করছিলেন। ওদিকে শাকিব খান তার ছোট সন্তান শেহজাদ খান বীর এবং তার সন্তানের মা ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা বুবলীকে নিয়ে আমেরিকায় কোয়ালিটি টাইম পার করছেন।

স্বামী ও সন্তান নিয়ে আমেরিকা ট্যুরের কিছু ছবি বুবলী প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের মাঝে অপেক্ষার প্রহর শুরু হয় – কখন প্রতিক্রিয়া জানাবেন অপু বিশ্বাস।

অবশেষে ‘আইজ অন’ চ্যানেলের স্টার ডায়েরি সেলিব্রিটি শোতেই সব কৌতুহলের জবাব দেন এই নায়িকা।

চলতি সময়ে আলোচিত উপস্থাপক সমৃদ্ধির একের পর এক প্রশ্নের মোকাবিলায় এক অন্য অপু বিশ্বাসকে আবিষ্কার করেন নেটিজেনরা। ফলে এখন পর্যন্ত সাত লাখেরও বেশী দর্শক দেখেছেন স্টার ডায়েরির অপু বিশ্বাসকে নিয়ে প্রথম পর্বটি। এবার আসছে এর দ্বিতীয় পর্ব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি প্রচার হবে সোমবার (২৫ আগস্ট) রাত দশটায়। এই পর্বেও রয়েছে দারুন টুইস্ট। দেখতে চোখ রাখুন আইজ অন চ্যানেলে।

আরো পড়ুন: আমেরিকায় শাকিব-বুবলীকে দেখে কী বললেন অপু বিশ্বাস?

Lading . . .