Advertisement

চলতি বছরই মধুমিতার বিয়ে

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান- সাতপাকে বাঁধা পড়তে চান তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী বলেন, আমি বিয়ের তারিখটা এখনই জানাতে চাইছি না। এটা একটু
আড়ালে রাখতে চাইছি। কিন্তু এ বছরই হবে বিয়ে। এ ছাড়া বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা বলেন, বিয়ের জন্য কোনো শপিং বা কিছু এখনো শুরু হয়নি। এগুলো পূজার পর শুরু করবো। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে, তাতে আশা করি পূজার পর এক-দেড় মাসের মধ্যে পুরো প্রস্তুতি নেয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে। বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেম করা নিয়ে
মধুমিতা বলেন, প্রথমত, এক বছর হয়ে গেল আমরা প্রেম করছি। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে, একটু ব্যস্ততা থাকুক। এতে এই যে দূরে থাকবো, এই যে একে অপরকে মিস করবো সেই ব্যাপারটা থাকবে। এমনকি
বিয়ের আগে প্রেমিকের সঙ্গে কম দেখা হচ্ছে, তা স্মরণ করে মধুমিতা বলেন, ও খুব সাপোর্টিভ এসব ব্যাপারে। মানে ও এখন ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে। ও নিজেও কাজ করে সেটা নিয়েও ব্যস্ত। আর এই
যে বিয়ের আগে একটু কম দেখা হচ্ছে। আমরা একে অপরকে মিস করছি, এটা আমরা উপভোগ করছি।

আরও পড়ুন

Lading . . .