সংগীতে ২৫ বছর, অস্ট্রেলিয়ায় তাহসানের ৫ কনসার্ট
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

সংগীতজীবনের এই রজতজয়ন্তী উদ্যাপন করতে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে যাচ্ছেন তাহসান খান। ফেসবুক পোস্টে তাহসান জানিয়েছেন, তার এই সংগীত সফর শুরু হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট হবে।
ইতিমধ্যে টিকিটের আগাম বিক্রি শুরু হয়ে গেছে।
ব্ল্যাক-এর হয়ে গান গেয়ে শুরুতেই জনপ্রিয়তা পান তাহসান। তবে তিনি এই ব্যান্ডে বেশিদিন থাকেননি। ২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে দিয়ে একক ক্যারিয়ারে মনোযোগী হন, যা তাকে এনে দেয় ব্যাপক সাফল্য।
তার জনপ্রিয় অ্যালবামের মধ্যে আছে কথোপকথন, কৃতদাসের নির্গমন ও ইচ্ছে। এখন পর্যন্ত তিনি সাতটি একক অ্যালবাম প্রকাশ করেছেন এবং অসংখ্য মিক্সড অ্যালবামে গান করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— আমার পৃথিবী, এখনও, ঈর্ষা, আলো, প্রেম তুমি, প্রেমাতল, হঠাৎ এসে ছিলে ও কে তুমি।
সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও কাজ করেছেন নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনয় অনেক কমে গেছে। প্রায় দুই বছরের বিরতির পর তিনি গত বছর ওয়েব সিরিজ ‘বাজি’ দিয়ে অভিনয়ে ফেরেন। যদিও এখন নিয়মিত অভিনয় করছেন না, তবে সম্প্রতি তিনি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজনের সঞ্চালনা করেছেন, যা এ বছরের শুরুর দিকে শেষ হয়েছে।