Advertisement
  • হোম
  • বিনোদন
  • কাজানের পর এবার যুক্তরাজ্যে বাংলাদেশি ছোট ছবি!

কাজানের পর এবার যুক্তরাজ্যে বাংলাদেশি ছোট ছবি!

চ্যানেল আই

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রটির নান্দনিকতা, কাহিনীর শক্তি এবং ভিজ্যুয়াল ভাষায় মুগ্ধ হয়ে এটিকে উৎসবের ‘উদ্বোধনী ছবি’ হিসেবে প্রদর্শনের জন্য বেছে নিয়েছে। এ ঘটনায় উচ্ছ্বসিত তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

নির্মাতা বলেন, ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যুক্তরাজ্যের অন্যতম উদ্যমী ও সাহসী চলচ্চিত্র উৎসব। যা নতুন প্রজন্মের স্বতন্ত্র কণ্ঠকে বিশ্বদরবারে তুলে ধরছে। তেমন একটি উৎসবে আমাদের সিনেমাটিকে ‘উদ্বোধনী ছবি’ হিসেবে বেছে নেয়া হলো, এটা সত্যিই আমাদের টিমের জন্য ভীষণ সম্মানের।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন উৎসবে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ কেবল উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেই নয়, বরং একটি অনন্য লাইভ মিউজিক অর্কেস্ট্রা প্রোগ্রাম-এর অংশ হিসেবেও প্রদর্শিত হবে। দর্শকেরা সরাসরি অর্কেস্ট্রার সুরে চলচ্চিত্রটির আবেগ অনুভব করবেন, যা উৎসবের অন্যতম আকর্ষণীয় আয়োজন হতে চলেছে।

ছবির প্রযোজক যুবরাজ শামীম বলেন, সৌমিকের সিনেমাটি দেখে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ তাদের কাছে একাধারে কাব্যিক ও ভিজ্যুয়ালভাবে শক্তিশালী অভিজ্ঞতা এনে দিয়েছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে তারা মনে করছে। এই বিশেষ স্বীকৃতি শুধু চলচ্চিত্রটির জন্য নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্যও একটি গর্বের মুহূর্ত।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পর্দা নামবে ২১ সেপ্টেম্বর।

Lading . . .