প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ সিনেমাটির জন্য গোল্ডেন লেপার্ড (সেরা চলচ্চিত্রের পুরস্কার) জিতে নেন মিয়াকে। যার মাধ্যমে ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানি পরিচালককে এই শীর্ষ পুরস্কারের মালিক করেছে।
উৎসবের সমাপনী দিনে পুরস্কার গ্রহণের সময় ৪১ বছর বয়সী মিয়াকে বলছিলেন যে, বিক্ষিপ্ত সময়ের মধ্যে সিনেমার শক্তি নিয়ে তিনি ভাবছিলেন। সেই সময়েই ‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ এর পরিকল্পনা মাথায় আসে।
তিনি বলেন, “একটি জগতে যেখানে এত ভয়ানক ঘটনা ঘটছে, আমি বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, সিনেমা কী করতে পারে।” সিনেমাটি বানানোর সময় তিনি নিজের শিল্পের প্রতি ভালোবাসা ও বিশ্বাস, এবং পৃথিবীর প্রতি ভালোবাসা অনুভব করেছেন বলেও জানান।
তিনি আরও যোগ করেন, “যদি আমি এই সিনেমার মাধ্যমে পুরো ভাবনাটা অন্যদের সঙ্গে ভাগ করতে পারি, তবে এর চেয়ে বড় সন্তুষ্টি কিছু নেই।”
‘টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স’ চলচ্চিত্রটি খ্যাতিমান মাঙ্গা শিল্পী ইয়োশিহারু তসুগে-এর দুইটি কাজের উপর ভিত্তি করে নির্মিত এবং এটি একজন চিত্রনাট্যকারের উদ্দেশ্যহীন যাত্রাকে অনুসরণ করে। সিনেমার কাস্টে রয়েছেন শিম ইউন-ক্যাং, শিনিচি তসুসুমি এবং জুমি কাওয়াই। সিনেমাটি জাপানে ৭ নভেম্বর মুক্তি পাবে।
শেষবার জাপানি চলচ্চিত্র লোকার্নোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লেপার্ ‘ জিতেছিল মাসাহিরো কোবায়াশির ‘দ্য রিবার্থ’ (২০০৭) সিনেমায়। তারও আগে লোকার্নো জয়ী জাপানি ছবিগুলোর মধ্যে আছে টেইনোসুকে কিনুগাসার ‘গেইট অব হেল’ এবং কন ইচিকাওয়ার ‘ফায়ারস অন দ্য প্লেইন’। আসাহি