প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। এই জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ৪ঠা আগস্ট সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে তারই ঝলক দেখা গেল। এদিকেই স্মরণীয় এক প্রত্যাবর্তন হলো এ জুটির। তাদের হাসি-ঠাট্টা, খুনসুটিতে জমে উঠলো পুরো অনুষ্ঠান। একটা সময় অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন দেব-শুভশ্রী। যদিও সময়ের ব্যবধানে দু’জনের পথ পরে আলাদা হয়ে যায়। এখন শুভশ্রী নির্মাতা রাজের ঘরনি। আর দেব-রুক্মিণীর প্রেমের কথা ওপেন সিক্রেট। ‘ধূমকেতু’র এ অনুষ্ঠানের মাধ্যমে ১০ বছর পর মুখোমুখি দেব-শুভশ্রী। চোখে চোখ কিংবা হাতে হাত রাখতেই করতালিতে মুখর গোটা অডিটোরিয়াম। একে অপরকে নিয়ে কথা বলার পাশাপাশি আগের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করেন দেব-শুভশ্রী। অনুষ্ঠানে দেব বলেন, আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম। এরপর সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কিনা? উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন তিনি। বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? পাল্টা দেব বলেন, কেন? এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, এমনি। এরপরই একে অপরের দিকে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। দেবের সঙ্গে জুটি নিয়ে শুভশ্রী বলেন, আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে দর্শকদের ভালোবাসায়।
আরও পড়ুন