ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ইতিহাসের নতুন অধ্যায় রচনার পথে হাঁটছে ফিলিস্তিন। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে উঠতে যাচ্ছেন দুবাই-ভিত্তিক ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব। রূপ, বুদ্ধিমত্তা আর সাহসিকতায় ভরপুর এই তরুণী শুধু একজন প্রতিযোগী নন—তিনি বহন করছেন একটি জাতির স্বপ্ন, অস্তিত্ব আর পরিচয়ের বার্তা। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় তিনি প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।
গত ১৩ আগস্ট ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় নাদিন জানান, “প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করছি আমি। এতে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটি কেবল একটি খেতাব নয়, বরং সত্যের প্রতিনিধিত্ব। যখন প্যালেস্টাইন, বিশেষ করে গাজা হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই মঞ্চে দাঁড়ানো আরও তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও জানান, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে ফিলিস্তিনি নারী ও শিশুদের কণ্ঠস্বরকে বিশ্বে আরও জোরালোভাবে তুলে ধরাই তার লক্ষ্য। তার মতে, ফিলিস্তিনি নারীরা সংগ্রামের প্রতীকই নন, তারা স্বপ্ন, প্রতিভা, নেতৃত্ব এবং পরিবর্তনের অগ্রদূত। নাদিন বলেন, “আমি তুলে ধরছি সেইসব মানুষের কণ্ঠ যারা কখনো থেমে যায়নি। আমি বিশ্বকে দেখাতে চাই, ফিলিস্তিনি নারীরা কেবল দৃঢ় ও সুন্দর নয়, তারা নেতা, উদ্ভাবক এবং পরিবর্তনের অনুপ্রেরণা। বিশেষ করে এই সময়ে আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে একসঙ্গে লড়তে হবে।”
দুবাই ও রামাল্লার মধ্যে বসবাসরত এই তরুণী এর আগে ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জয় করেছিলেন এবং সে বছর মিস ইউনিভার্সে সেরা পাঁচে জায়গা করে নেন। ফলে এবার তার অংশগ্রহণে ফিলিস্তিনের ইতিহাস সৃষ্টির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তাহলে কি ২০২৫ সালের মিস ইউনিভার্স মঞ্চে ইতিহাস লিখবেন নাদিন আয়ুব—এই প্রশ্নেই এখন উচ্ছ্বসিত তার ভক্তরা।
শেখ ফরিদ
আরও পড়ুন