Advertisement

চেনা যায় নাটকের এই অভিনেত্রীকে?

চ্যানেল আই

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

মডেলিং থেকে অভিনয়ে এসেছেন সামিরা খান মাহি। পর্দায় তার অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাসও নজর কাড়ে দর্শকের। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি ছিল। তবে সম্প্রতি কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর!

তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন মাহি। গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। এবারের ঈদে অভিনেত্রীকে দেখা গেছে ইমরাউল রাফাত পরিচালিত ‘বকুল ফুল’ নামক একটি নাটকে। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নতুন করে প্রকাশ করলেন মাহি। যে ছবি দেখে রীতিমতো চমকে গেছেন সবাই! পাগলের চরিত্রে মাহি যেন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন নিজের লুকে। যারা নাটকটি দেখেছেন তারা মাহির প্রশংসায় করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে নাটিকটির শুটিংয়ের কিছু পুরনো ছবি প্রকাশ করেছেন মাহি। যা দেখে ভড়কে গেছেন তার অনুরাগীরা।

ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, বকুল ফুল-এর শুটিংয়ের আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’

ছবিগুলোতে দেখা যাচ্ছে একদম উসকো-খুশকো চুলে এক উন্মাদ নারী। এক হাতে খাবারের থালা। চুলে জট ধরে গেছে। মানসিক ভারসাম্যহীন হারিয়ে নিরুপায় সে!

ছবিগুলো প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। একের পর এক মন্তব্য ভেসে আসতে থাকে। কেউ বলছেন, হয়তো চোখে পানিও আসবে এই সিনটা দেখে।

কেউ লিখেছেন, মাহিকে একদমই চেনা যাচ্ছে না। কারো মন্তব্য, মাহি অভিনীত ভিডিওগুলো দারুণ। আমরার সিলেটি ফুরি। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, অভিনয়ে আমাদের সামিরা খান মাহি আপু সেরা রেহ।

Lading . . .