Advertisement
  • হোম
  • বিনোদন
  • যে নাটকটিকে তৌসিফের ক্যারিয়ারে সেরা বলছেন দর্শক

যে নাটকটিকে তৌসিফের ক্যারিয়ারে সেরা বলছেন দর্শক

চ্যানেল আই

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

দর্শকরা বলছেন, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! জান্নাতুল ফেরদৌস নামে একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন,“আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।”

কবরে শুয়ে আছেন কাফনে মোড়ানো তৌসিফ মাহবুব! তার শরীরের উপর দিয়ে যাচ্ছে বহু সাপ। ভিকি জাহেদের পরিচালনায় ‘খোয়াবনামা’ নাটকে এমন দৃশ্যের শুটিং করেছেন তৌসিফ! সেই দৃশ্যের একটি পোস্টার গেল ১২ আগস্ট সন্ধ্যায় এই অভিনেতা পোস্ট করার পর নেটিজেনদের চমকে দেয়!

পোস্টারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং দেখে সবার মধ্যে হতভম্ব অবস্থা! অনেকে মনে করেছেন, দৃশ্যটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সহায়তায় তৈরি করা; আবার কেউ বলছেন, কবরের দৃশ্য ও সাপগুলো গ্রাফিক্স করা! পরে তৌসিফ এ বিষয়ে আসল ফুটেজ শেয়ার করলে ‘খোয়াবনামা’র প্রচারণা নতুন মাত্রা পায়।

যদিও কেউ কেউ নাটকের পোস্টার দেখে হরর নাটক ভেবেছিলেন বলেও নাটক দেখে মন্তব্যে নিজেদের হতাশার কথা জানিয়েছেন! তবে বেশীরভাগ দর্শকই নাটকটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

সুমাইয়া আফরিন লিখেছেন, “নাটকে বলা প্রত্যেকটা কথাই কোন না কোন মানুষের জীবনের গল্প। অসম্ভব সুন্দর কথাগুলো।” জাভেদ লিখেছেন, “ভিকি জাহেদ মানেই অন্য রকম গল্প তৌসিফ মাহাবুবকে নতুন ভাবে দেখে খুব ভালো লাগল।” আফরিন হাসান লিখেছেন,“আমার দেখা তৌসিফের বেস্ট নাটক এটি। খুব সুন্দর করে গল্পটা সাজানো হয়েছে ,কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যেনো মুভি দেখছি।”

আকাশ নামে আরেক দর্শক নাটকটি দেখে অনুভূতি লিখেছেন,“বলার কোনো ভাষা নাই। থ্রিলার,ইমোশন,ভালোবাসা,দায়িত্ব সব কিছুই ফুটে উঠেছে।” শাওন আহমেদ লিখেছেন,“এই নাটকের প্রতিটি মুহূর্তই মনে গেঁথে থাকবে। তিশার চোখের আবেগ, মাহবুবের সংযম— দু’জনেই এক অন্য দুনিয়া তৈরি করেছেন। ‘খোয়াবনামা’ শুধু কাহিনী না, এটা অনুভূতি, এটা স্বপ্ন।” রিদ্ধি নামে একজন লিখেছেন,“খোয়াবনামা মনে করিয়ে দিল, জীবনে সম্পর্ক ও সিদ্ধান্তের মূল্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ। সত্যিকারের সৌন্দর্য শুধুই বাহ্যিক নয়, চরিত্র ও মনের মধ্যেও নিহিত। মন ছোঁয়া একটি নাটক।”

Lading . . .