মানবজমিন
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

মাঝেমধ্যেই এক্স-এ ভক্তদের সঙ্গে ‘এএসকে এসআরকে’ সেশন করে থাকেন কিং খান। তেমনই একটি সেশনে শাহরুখের উত্তর হৃদয় ছুঁয়ে নিলো অনুরাগীদের। এক ব্যক্তি শাহরুখকে বলেছেন, ভাই আপনার এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্য সকলকে এগিয়ে আসতে দিন। উত্তরে শাহরুখ বলেন, ভাই- যখন আপনার প্রশ্নের শৈশব শেষ হয়ে যাবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।
আরও পড়ুন