Advertisement
  • হোম
  • বিনোদন
  • বাবা হারানো শোকাহত সেই দেহরক্ষীর পাশে সালমান

বাবা হারানো শোকাহত সেই দেহরক্ষীর পাশে সালমান

চ্যানেল আই

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

বলিউডের ঝলমলে জগতে বেশিরভাগ সম্পর্কই ক্ষণস্থায়ী কিংবা লেনদেন নির্ভর, সেখানে কিছু কিছু সম্পর্ক সময়ের সীমানা পেরিয়ে হয়ে ওঠে আরও গভীর, আরও মানবিক। তেমনই এক সম্পর্কের উদাহরণ সুপারস্টার সালমান খান এবং তার দীর্ঘদিনের দেহরক্ষী শেরা। তিন দশকেরও বেশি সময় ধরে যিনি সালমানের ছায়াসঙ্গী, প্রহরী ও একান্ত আস্থাভাজন।

শেরার প্রকৃত নাম গুরমীত সিং জলি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সালমানের এই দেহরক্ষী হারিয়েছেন তার পিতা শ্রী সুন্দর সিং জলিকে। ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুতে ভেঙে পড়েন শেরা। আর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান সালমান খান নিজে।

সালমান শেরার বাসায় গিয়ে শোকপ্রকাশ করেন এবং এক আবেগঘন আলিঙ্গনের মাধ্যমে তাকে সান্ত্বনা দেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সালমানের এই মানবিক রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা প্রশংসায় ভাসান তাকে— একজন তারকা হিসেবে নয়, একজন সত্যিকারের বন্ধুর মতো পাশে দাঁড়ানোর জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সালমান।

শুধু সালমানই নয়, শেরা তার সিকিউরিটি সংস্থা টাইগার সিকিউরিটির মাধ্যমে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান, হৃত্বিক রোশন এমনকি আন্তর্জাতিক তারকা মাইক টাইসন এবং জাস্টিন বিবারের সঙ্গেও।

এই কদিন শেরা সালমানের পাশে প্রকাশ্যে দেখা না গেলেও, এই শোকবিহ্বল সময়ে সালমান যেভাবে তার পাশে দাঁড়ালেন, তা দেখিয়ে দেয় – বন্ধুত্ব যখন হৃদয়ের হয়, তখন সেটি সব কিছুর ঊর্ধ্বে। – ইন্ডিয়া.কম

Lading . . .