কাপুর পরিবারের ‘এক শতাংশ’ও বহন করেন না রণবীর!
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর শুধু নিজের অভিনয়ের জন্যই নয়, বরং তার পরিবারিক উত্তরাধিকারের জন্যও আলোচিত। তবে অভিনেতা, লেখক ও সংগীতশিল্পী পীযূষ মিশ্র দাবি করেছেন- রণবীর পারিবারিক ঐতিহ্যের ‘এক শতাংশ’ও বহন করেন না!
সম্প্রতি এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র তার চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রণবীরকে নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, রণবীর বহু প্রজন্মের কিংবদন্তী তারকাদের উত্তরসূরি হলেও, অভিনেতা একেবারেই সেই ভার নিজের ওপর নেন না!
‘শট শেষ হলেই একেবারে হালকা, একেবারে ফ্রি’ রণবীরকে নিয়ে এমন মন্তব্যই করেন পীযূষ মিশ্র। যিনি রণবীরের সঙ্গে ‘রকস্টার’ এবং ‘তামাশা’ ছবিতে কাজ করেছেন।
রণবীর সম্পর্কে ইন্টারভিউতে জানতে চাইলে মিশ্র বলেন,“আররে, ওর কথা জিজ্ঞেসও করো না। সে আসলেই আলাদা জিনিস! এতটা নাঙ্গা বেহায়া মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি! এত বিশাল লিগেসি! বাবা, দাদা, প্রপিতামহ— পৃথ্বীরাজ কাপুর পর্যন্ত! কিন্তু এক শতাংশও তার ওপর বোঝা হয়ে থাকে না।”
পীযূষের মতে, সেটে রণবীর খুব মনোযোগী, কিন্তু শট শেষ হলেই যেন সমস্ত চাপ ঝরে পড়ে। তিনি বলেন, রণবীর কোনোদিনই নিজের ‘ফিল্ম রয়্যালটি’ স্ট্যাটাসকে চাপ হিসেবে নেন না।
একই সাক্ষাৎকারে তিনি প্রয়াত অভিনেতা ইরফান খানকে নিয়েও কথা বলেন। ‘হাসিল’ ছবিতে একসঙ্গে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন: “ইরফান খুব তাড়াতাড়ি চলে গেল, খুব কষ্ট হয়। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না, কিন্তু আমরা একে অপরের কাজকে সম্মান করতাম। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক এবং তার ছেলেদের ভাল অভিনেতা বানাক।”
রণবীরকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যানিমাল’ ছবিতে। তার আগামী ছবি রামায়ণ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী। এছাড়াও থাকছেন সানি দেওল ও যশ। ‘রামায়াণ’ ছাড়াও আগামিতে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে তাকে, সেই ছবিতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।


