প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ কাপুর পুরস্কারে ভূষিত করা হয় কাজলকে। পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মারাঠিতে কথা বলছিলেন।
তখন এক সাংবাদিক তাকে অনুরোধ করেন হিন্দিতে কথাগুলো বলার জন্য। উত্তরে কাজল বিরক্ত গলায় বলেন, এখন হিন্দিতেও বলব? এরপর যোগ করেন, যারা বুঝতে চায়, তারা বুঝে নেবে।
এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কাজলের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, তাহলে হিন্দি সিনেমা করা বন্ধ করুন। আরেকজন মন্তব্য করেন, হিন্দি ভাষার দর্শকদের কাছ থেকে এত অর্থ আর খ্যাতি অর্জনের পর এখন বলছেন, যারা বুঝতে চায়, বুঝে নেবে!
এদিন অনুষ্ঠানে কাজল উপস্থিত ছিলেন তার মা অভিনেত্রী তনুজার সঙ্গে। নিজের মায়ের পুরনো একটি সাদা-কালো শাড়ি পরে মঞ্চে আসেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাত থেকে পুরস্কার গ্রহণের পর কাজল বলেন, আজ আমার জন্মদিন। মজার ব্যাপার হচ্ছে, আগে এই একই পুরস্কার আমার মা পেয়েছিলেন। আজ আমি পেলাম, তাই মুহূর্তটি আমার কাছে অনেক বেশি স্পেশাল।
অন্যদিকে সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় মৌসুমে। সর্বশেষ তাকে দেখা গেছে সারজামিন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান ও পৃথ্বীরাজ সুকুমারন।
আরও পড়ুন