Advertisement

যে অভিযোগে ভাঙছে গোবিন্দ-সুনীতার সংসার!

চ্যানেল আই

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

কয়েক মাস আগেই খবর চাউর হয়েছিল, বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার সংসার ভাঙছে। যদিও সেই সময় সুনীতা দাবি করেছিলেন “এসবই মিথ্যা।” এবার গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাই জানিয়েছে, গোবিন্দর স্ত্রী সুনীতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।

হাটারফ্লাই এক প্রতিবেদনে দাবি করেছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ। প্রায় ৯ মাস আগে বিচ্ছেদের দাবিতে আদালতে মামলা দায়ের করেছেন সুনীতা।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন সুনীতা আহুজা। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ১৩(১)(আই), (আইএ), ও (আইবি) ধারায় মামলা করেন তিনি। বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেছেন পরকীয়া, নিষ্ঠুরতা ও প্রতারণা করা।

আদালত সেসময় গোবিন্দকে তলব করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজির হননি তিনি। ফলে চলতি বছরের মে মাসে ‘নোটিশ টু শো কজ’ জারি করা হয়। ২০২৫ সালের জুন মাস থেকে এই দম্পতি আদালতের নির্দেশ অনুযায়ী, ভার্চুয়াল কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার চেষ্টা করছেন। সুনীতা আহুজা আদালতে ব্যক্তিগতভাবে হাজির হলেও, গোবিন্দর উপস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

কেবল সূত্র নয় প্রাপ্ত নথিপত্র দেখে এসব তথ্যের সত্যতা যাচাই করেছে বলে দাবি সংবাদমাধ্যমটির। মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে বলেও জানিয়েছে। তবে এই অভিনেত্রীর নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে কথা বলতে সুনীতা আহুজার টিমের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তবে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, ছয় মাস আগে গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।

নতুন করে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর মুখ খুলেছেন গোবিন্দ ম্যানেজার শশী। গোবিন্দার ব্যক্তিগত জীবনকে অন্যায়ভাবে বড় করা হচ্ছে বলে জোর দিয়ে শশী বলেন, ‘হ্যাঁ, গোবিন্দা আদালতে উপস্থিত হয়নি কিন্তু সুনীতাও আদালতে যাননি, একবার ছাড়া, যখন তিনি মামলা দায়ের করতে গিয়েছিলেন। কোন দম্পতির মধ্যে সমস্যা হয় না? সুনীতা গোবিন্দকে খুব ভালোবাসেন এবং দুজনে একসঙ্গে আছেন। কোন বিচ্ছেদ হবে না। তারা এই নেতিবাচকতার পরিবর্তে তাদের সন্তানদের (টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা) কর্মজীবন-বিয়ের উপর মনোযোগ দিচ্ছেন।’

এছাড়াও শশী জানান, ‘গোবিন্দর মতো মানুষ কারো উপর হাত তুলতে পারে না, চিৎকার করতে পারে না, তাহলে এই নির্যাতনের মতো দাবি কোথা থেকে আসছে? আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং সে এমন মানুষ নয়, যেমন ছবি তার এখন তৈরি করা হচ্ছে। এগুলি সব পুরোনো ঘটনা, যার উপর দুজনে মিলে এখন কাজ করছেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।- হিন্দুস্থান টাইমস

Lading . . .